কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার রায় ২৭ অক্টোবর

সমকাল মহানগর দায়রা জজ আদালত, ঢাকা প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ১৫:০৫

রাজধানীতে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় ব্লগার ওয়াশিকুর রহমান হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। এই মামলার রায় ঘোষণার জন্য ২৭ অক্টোবর তারিখ ধার্য করেছেন আদালত।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম রোববার এ আদেশ দেন।

সরকারি কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার এই তথ্য জানান।

ওয়াশিকুর হত্যা মামলায় পাঁচ আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। পাঁচ আসামির মধ্যে তিনজন কারাগারে আছেন। তিন আসামি জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান ও সাইফুল ইসলাম ওরফে মানসুরে রোববার আদালতে হাজির করা হয়। মামলার পলাতক দুই আসামি হলেন জুনেদ ওরফে জুনায়েদ আহমেদ ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবদুল্লাহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও