৪৮ বছর পর বই ফেরত

প্রথম আলো যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ১৪:৪০

এক-দুই বছর নয়, ৪৮ বছর পর লাইব্রেরিতে ফেরত এসেছে দুটি বই। গত মাসে ডাকযোগে বইগুলো ফেরত পেয়েছে যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের একটি লাইব্রেরি। বইগুলো ফেরত দিতে এত দেরি হওয়ায় ক্ষমা চেয়েছেন এক ব্যক্তি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, হ্যাম্পশায়ারের বেসিংস্টোক ডিসকভারি সেন্টারে অবস্থিত লাইব্রেরিতে দুটি শিশুতোষ বই পাওয়া যাচ্ছিল না ১৯৭২ সাল থেকে। কর্তৃপক্ষ ধরেই নিয়েছিল, বই দুটি আর হয়তো ফেরত পাওয়া যাবে না। কেউ হয়তো ধারের কথা বলে বই দুটি মেরে দিয়েছেন। কিন্তু গত মাসের শেষের দিকে ডাকযোগে ওই বই দুটি ফেরত পেয়ে বিস্মিত হয় লাইব্রেরি কর্তৃপক্ষ।

ফেরত পাঠানো বই দুটির সঙ্গে দুঃখ প্রকাশ করে একটি চিঠিও পাঠানো হয়েছে। ওই চিঠিতে ‘অ্যান্ডি’ নামের একজনের স্বাক্ষর রয়েছে। চিঠিতে লেখা, ‘১৯৭২ সালে বেসিংস্টোক থেকে চলে যাওয়ার কারণে বইটি আর ফেরত দিতে পারেননি তিনি। ওই সময় তিনি শিশু ছিলেন। এত দিন বই দুটি রেখে দেওয়ার জন্য দুঃখিত। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও