পাওয়ার ব্যাংক কেনার আগে যেসব বিষয় জানতে হবে

ঢাকা টাইমস প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ১৩:৫৯

স্মার্টফোন ছাড়া পৃথিবীতে চলাচল করা এখন প্রায় অসম্ভব। হটস্পট কিংবা ওয়াইফাই ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে এই স্মার্টফোন আমাদের হাতের মুঠোয় এনে দিচ্ছে নানা পরিষেবা বা সুযোগ সুবিধা।কিন্তু বাড়ি বা অফিসের বাইরে স্মার্টফোন চার্জ করাটা বেশ মুশকিল। এক্ষেত্রে পাওয়ার ব্যাংক সঙ্গে থাকলে চিন্তা নাই। তবে যেকোনো পাওয়ার ব্যাংক হলে চলবে না। চার্জ করার জন্য চাই মানসম্মত কোনো পাওয়ার ব্যাংক, নইলে বিপদে পড়তে হতে পারে। পাওয়ার ব্যাংক আগে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে।

পাওয়ার ব্যাংক কিনুন প্রয়োজন অনুসারে

সারা দিনে একটি না একাধিক স্মার্টফোন চার্জ করবেন এবং কতবার চার্জ করবেন— সেই অনুসারে পাওয়ার ব্যাংক পছন্দ করুন। দরকার হলে বেশি পাওয়ার ক্যাপাসিটির ব্যাংক কেনা যেতেই পারে, কিন্তু সেটিকে ফুল চার্জ দিতে সময় লাগবে। তবে ক্যাপাসিটি বেশি হলে বেড়াতে যাওয়ার সময়ে কাজে লাগে বেশি। পাওয়ার ব্যাংক একবার ফুল চার্জ দিয়ে নিলে একাধিক ফোনে একাধিক বার চার্জ দেওয়া যায়।

যে কোম্পানির কিংবা মডেলেরই পাওয়ার ব্যাংক কিনুন

একসঙ্গে অন্তত দুইটি বা তার বেশি স্মার্টফোন চার্জ দেওয়ার সুযোগ রয়েছে কি না দেখে নিন। পাশাপাশি এটাও দেখা জরুরি যে, পাওয়ার ব্যাংকটিতে ব্যাটারির ‘স্টেটাস ইন্ডিকেটর’ রয়েছে কি না। এই ধরনের ইন্ডিকেটর থাকলে, পকেটের পাওয়ার ব্যাংকে ব্যাটারির চার্জ কতটা রয়েছে, সেটা সহজে দেখে নিতে পারবেন এবং সেই অনুসারে ব্যবহার করতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও