সহজেই দূর করুন চোখের নিচের কালি
সময় টিভি
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ০৯:০৪
চোখের নিচে কালি পড়লে চেহারায় সৌন্দর্য থাকে না। জেনে নিন চোখের নিচের কালো দাগ দূর করতে সেই টিপসগুলি। ১. ঠাণ্ডা টি ব্যাগ চোখের ওপর রাখলে ডার্ক সার্কলের সমস্যায় ভালো ফল পাবেন। রাতে শোবার আগে অন্তত মিনিট পনেরো নিয়মিত রাখতে হবে।
২. ২টি কটন বল শসার রসে ডুবিয়ে চোখের ওপর অন্তত ১৫ মিনিট রাখুন। এভাবে নিয়মিত শসার রস চোখের ওপর লাগাতে পারলে দ্রুত উপকার পাবেন।