![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-78470992,imgsize-123/pic.jpg)
হাথরস ধর্ষণ মামলা: সিবিআই তদন্তে আস্থা নেই ধর্ষিতার পরিবারের
হাথরস ধর্ষণকাণ্ড প্রবল চাপে পড়ে সিবিআই হাতে তদন্তভার তুলে দিয়েছেন যোগী আদিত্যনাথ। ভাবমূর্তি ফেরাতে রাজ্য পুলিশের হাতে তদন্ত রাখতে চাননি। কিন্তু, নির্যাতিতার পরিবারের সদস্যদের দাবি, সুপ্রিম কোর্টের নজরদারিতে বিচারবিভাগীয় তদন্ত শুরু হলেই তাঁরা খুশি হবেন।