পাকিস্তান কি আজারবাইজানে সেনা পাঠিয়েছে?
আর্মেনিয়ার সঙ্গে চলমান সংঘাদে আজারবাইজানের পক্ষে সেনা পাঠানোর যে খবর ছড়িয়ে পড়েছিল তা প্রত্যখ্যান করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন, আজারবাইজানে কোনো সেনা পাঠানো হয়নি এবং সেনা পাঠানোর কোনো পরিকল্পনাও ইসলামাবাদের নেই।
তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা বাড়াতে এ ধরণের ভিত্তিহীন খবর ছড়ানো হয়েছে। সম্প্রতি তিনি আজারবাইজানের পক্ষে বক্তব্য দিলেও সেখানে পাক সেনা পাঠানোর গুজবে বিস্ময় প্রকাশ করেন। কয়েক দিন আগে পাকিস্তানের এই মুখপাত্র বলেন,
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আজারবাইজান
- সেনা মোতায়েন