
আরও ৩ আসামির দায় স্বীকার করে জবানবন্দি
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে ধর্ষণের দায় স্বীকার করে তিন আসামি তিনটি পৃথক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আসামিরা হলেন শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, মো. রাজন ও আইনুদ্দিন।
আজ শনিবার বেলা একটার দিকে পাঁচ দিনের রিমান্ড শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের আদালতে হাজির করা হয়। জবানবন্দি শেষে সন্ধ্যা ছয়টায় তাঁদের জেলহাজতে পাঠানো হয়।