ঘাসের ডগায় শিশির বিন্দু, উত্তরে শীতের আগাম বার্তা

বিডি নিউজ ২৪ রংপুর জেলা প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২০, ১২:৩৩

প্রবল বৃষ্টিতে ধুয়ে যেতে না যেতেই দেশের উত্তরাঞ্চলে ভোরে ঘাসে, ধানে, গাছের পাতায় পাতায় শিশির জমে থাকতে দেখা গেছে। হিমালয়ের কোল ঘেঁষা রংপুর অঞ্চলে হেমন্তের ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত হালকা কুয়াশায় ছেয়ে যাচ্ছে প্রকৃতি। ধানের পাতায় শিশির ফোঁটা মুক্তো দানার মত ঝিকঝিক করছে।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবাওয়াবিদ রংপুর অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, বাংলাদেশে কোনো ঋতুই আর আসে না সময় মেনে। রংপুর হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীত আগাম চলে আসে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমনটি ঘটছে বলছেন তিনি।
শিশিরের নরম শীতল ছোঁয়া পায়ে মেখে কৃষকরা ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউসহ শীতকালীন শাক-সবজিতে ভরা ক্ষেত পরিচর্যায় ব্যস্ত। সামনে আসবে আগাম জাতের আলু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও