এবার সেই মেধাবী সুমাইয়ার বাড়ি ঘুরে দেখলেন চিফ হুইপ
দরিদ্র পরিবারের সামর্থ্য নেই। এ কারণে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েও পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিল সুমাইয়া ফারহানার। ভালো ফলাফল করেও টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যাবে এ মেধাবীর।
এমন তথ্য কানে যেতেই তৎপর হয়ে ওঠেন মাদারীপুর-১ আসনের এমপি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তাৎক্ষণিক তিনি সুমাইয়ার বাড়িতে মিষ্টি পাঠান। মোবাইলে কথা বলে তার পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেন। তাদের জরাজীর্ণ ঘরটি সংস্কারের আশ্বাস দেন। সংস্কার শেষে সেই ঘরটি এখন টাইলস সমৃদ্ধ ও সম্পূর্ণ পাকা ঘর।
শুক্রবার দুপুরে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী অদম্য মেধাবী সুমাইয়ার বাড়িতে যান। খোঁজখবর নেন তার পড়াশোনার। পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশনার পাশাপাশি দেন সব ধরনের সহযোগিতার আশ্বাস।
জানা গেছে, সুমাইয়ার বাবা দেলোয়ার হোসেন পেশায় দর্জি। শ্বশুরের দেয়া জমিতে মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউপির সাড়ে এগারো রশি লপ্তিকান্দি গ্রামে বসবাস শুরু করেন সাত বছর আগে। তিনি সংসার চালাতে ঢাকার সাভার, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কাজ করেছেন। সাত বছর আগে শ্বাসকষ্টে দেলোয়ারের মৃত্যু হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.