অন্তঃসত্ত্বা মুসলিম নারীর ওপর হামলায় অস্ট্রেলীয় নাগরিকের কারাদণ্ড

জাগো নিউজ ২৪ অস্ট্রেলিয়া প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২০, ০৮:০৬

অস্ট্রেলিয়ায় এক মুসলিম নারীর ওপর বিনা উস্কানিতে হামলার দায়ে একব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত। এর মধ্যে অন্তত দুই বছর তিনি প্যারোলে বের হতে পারবেন না।

জানা গেছে, গত নভেম্বরে ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকাকালীন হামলা হয় রানা এলাসমার নামে এক মুসলিম নারীর ওপর। ঘটনার দিন হিজাব পরিহিত অবস্থায় সিডনির একটি ক্যাফেতে বসেছিলেন এলাসমার। এসময় স্টাইপ লোজিনা নামে এক ব্যক্তি তার কাছে যান।

কিছুক্ষণ কথা বলার পরেই আচমকা এলাসমারের মুখে ঘুষি মারেন অস্ট্রেলীয় ওই ব্যক্তি। আঘাত লেগে চেয়ার থেকে পড়ে গেলে মুসলিম ওই নারীর মাথায় লাথি মারেন তিনি। এসময় এলাসমারের বন্ধু ও পাশে থাকা অন্য ক্রেতারা এগিয়ে এসে হামলাকারীকে আটকান। হামলার আগে লোজিনা বর্ণবাদী মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও