সোমবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে যাদের

ডেইলি বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ০২ অক্টোবর ২০২০, ২২:০৫

করোনাভাইরাস মহামারির মধ্যেই আগামী সোমবার থেকে দেশে শুরু হচ্ছে ইংরেজি মাধ্যম ‘ও’ লেভেল পরীক্ষা। এ পরীক্ষা চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ও বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষার আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল।

গত ২৩ সেপ্টেম্বর স্বাস্থ্য নির্দেশিকার শর্ত মেনে পরীক্ষা নেয়ার অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সারাদেশের ৩৫টি কেন্দ্রে প্রতিদিন এক হাজার ৮০০ পরীক্ষার্থীর বেশি পরীক্ষা নেয়া যাবে না। পরীক্ষার হলে প্রতি শিক্ষার্থীর মধ্যে দূরত্ব হবে ছয় ফুট।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিতে বলা হয়, পরীক্ষার সময় কোনো শিক্ষার্থী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হলে তার দায়ভার ব্রিটিশ কাউন্সিলকেই নিতে হবে।

গত ২৩ সেপ্টেম্বর ব্রিটিশ কাউন্সিল এক বিবৃতিতে জানায়, চলতি বছরের অক্টোবর-নভেম্বর সেশনের জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (জিসিএসই), ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইজিসিএসই), ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পর্যায়ের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে। তখন পরীক্ষা নেয়ার বিষয়ে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলেও জানায় ব্রিটিশ কাউন্সিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও