কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেনাপোল হয়ে দেশে ফিরলেন রিভা গাঙ্গুলী

জাগো নিউজ ২৪ বেনাপোল চেকপোস্ট প্রকাশিত: ০২ অক্টোবর ২০২০, ২১:২৬

বেনাপোল চেকপোস্ট দিয়ে শুক্রবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস নিজ দেশে ফিরে গেছেন।

এর আগে তিনি ঢাকা থেকে বিমানে যশোর পৌঁছেন। এরপর সড়ক পথে বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করেন।

বিষয়টি বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জাগো নিউজকে নিশ্চিত করে বলেছেন, বিকেল ৪টা নাগাদ তিনি সীমান্ত পার হয়ে গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১ মার্চ রিভা গাঙ্গুলী দাস বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার আগের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এবং তার এই স্বল্পকালীন দায়িত্বের মধ্যেই বাংলাদেশ-ভারতসহ সারা বিশ্ব করোনা মহামারির কবলে পতিত হয়। এই সংকটকালে তিনি দক্ষতার সঙ্গে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সু-উচ্চ পর্যায়ে নিতে সক্ষম হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও