‘হত্যা-ধর্ষণ প্রতিরোধে সরকারের ব্যর্থতায় জাতি আতঙ্কিত’ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
শুক্রবার (২ অক্টোবর) দলটির জাতীয় পরিষদের এক সভায় (ভার্চুয়াল) সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আ স ম আবদুর রব বলেন, ‘হত্যা এবং ধর্ষণের ভয়াবহতা যেভাবে সমগ্র সমাজে প্রতিনিয়ত বিস্তার লাভ করছে সে ভয়াবহতায় সমগ্র জাতি এখন আতঙ্কিত। রাষ্ট্র নারী ও শিশুদের ধর্ষণ ও এর শিকারদের সামাজিক সুরক্ষা দিতে পারছে না। অন্যদিকে ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার বিষয়টিও জোরালো হচ্ছে না। ফলে হত্যা-ধর্ষণ প্রতিরোধে সরকারের ব্যর্থতায় সমগ্র জাতি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘জনগণকে নিরাপত্তাহীন এবং আতঙ্কগ্রস্ত রেখে রাষ্ট্র পরিচালনা কোনোক্রমে গ্রহণযোগ্য হতে পারে না। নৈতিক সংকটে নিমজ্জিত সরকার সমাজে সুশাসন দিতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অবৈধ সরকারের অপসংস্কৃতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। অপশাসন এবং বিচারহীনতার সংস্কৃতি রাষ্ট্র এবং সমাজকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাচ্ছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.