শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নের গুরু দায়িত্ব শিক্ষকদের কাঁধে। আগামী দিনের দেশ গড়ার কারিগরদের দক্ষ ও যোগ্য করে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষকদের আগামী প্রজন্মকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ২০২২ সালে পাঠ্যক্রমে ব্যাপক পরিবর্তন আসবে। শিক্ষার্থীরা শুধু চাকরির জন্য লেখাপড়া করবে না, তারা যাতে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারে সেই লক্ষ্য সামনে রেখে শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুলাদীর শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.