You have reached your daily news limit

Please log in to continue


কারাগারে সাদা রঙের নীল স্ট্রাইপের দুটি শাড়ি পেলেন মিন্নি

বরগুনার বহুল আলোচিত রিফাত হত্যা মামলায় বুধবার নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা ওরফে মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বরগুনা জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। এরইমধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কয়েদি পোশাক সরবরাহ করা হয়েছে। বরগুনা জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, মিন্নি কনডেম সেলে একা রয়েছে। সেই সেলের পাহারায় রয়েছেন একজন নারী কারারক্ষী। কারাবিধি অনুযায়ী প্রত্যেক আসামিকে কারাগারের পক্ষ থেকে দুই সেট পোশাক দেয়া হয়েছে। মিন্নির ক্ষেত্রে একই নিয়ম। ফাঁসির আসামি হিসেবে মিন্নিকে দুটি কয়েদির পোশাক দেয়া হয়েছে। তার কয়েদির পোশাক শাড়ি যা সব নারী ফাঁসির কয়েদিদের দেয়া হয়। শাড়িতে সাদা রঙের ওপর নীল স্ট্রাইপ রয়েছে। তিনি আরো বলেন, মিন্নিকে একটি বালিশ ও কম্বলও দেয়া হয়েছে। আগে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তদের বালিশ দেয়া হতো না। কারাবিধি অনুযায়ী তিনটি কম্বল দেয়া হতো। তিন কম্বলের একটিকে বালিশ হিসেবে ব্যবহার করতেন কয়েদিরা। এখন একটি কম্বল কমিয়ে একটি বালিশ দেয়া হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন