ইরানের আকাশসীমা ব্যবহার করায় এমিরেটসকে জরিমানা করলো যুক্তরাষ্ট্র
ইরানের আকাশাসীমা ব্যবহার করায় এমিরেটস এয়ারলাইন্সকে ৪ লাখ ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্র। ওই সময়ে এমিরেটস নিউ ইয়র্ক ভিত্তিক জেটব্লু এয়ারলাইন্সের কোড ব্যবহারে করেছিলো বলেও জানা গেছে।
বৃহস্পতিবার মার্কিন পরিবহণ বিভাগ এ জরিমানা করেছে। গত বছর যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক উত্তপ্ত ছিলো সেসময়ে যুক্তরাষ্ট্রের নির্দেশনা না মানায় এমিরেটসকে এই জরিমানার মুখে পড়তে হয়েছে বলে জানা গেছে। তবে আগামী এক বছরের মধ্যে এমিরেটস যদি এ ধরনের কাজ আর না করে তবে এই জরিমানার অর্ধেক মওকুফ করা হবে।
এর আগে, ওমান উপসাগরে মার্কিন নজরদারি ড্রোন ভূ-পাতিত করে ইরান। এরপর ইরানের আকাশসীমা, উপসাগর এমনকি ওমান উপসাগরের আকাশসীমা ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন বিমান পরিবহন বিভাগ। এই নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে মার্কিন প্রশাসনের যুক্তি ছিলো যে, এই আকাশসীমা ব্যবহার করলে রাজনৈতিক উত্তেজনায় মার্কিন যাত্রীবাহী বিমানকে ভুল করে সামরিক বিমান ভেবে ভূ-পাতিত করার ঝুঁকি রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.