![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/07/28/6aae5a6fe86df51a7e63e759b5d083d5-5d3dc62a2b36f.jpg?jadewits_media_id=554433)
খালাস পাওয়া চার আসামির ব্যাপারে যা বলা হয়েছিল চার্জশিটে
বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত ওরফে রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্ত বয়স্ক ১০ আসামির ব্যাপারে রায় দিয়েছেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। রায়ে রিফাতের স্ত্রী মিন্নিসহ ছয় জনকে মৃত্যুদণ্ড ও চার জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বিচারিক কার্যক্রমের আগে পুলিশ প্রতিবেদনে এই খালাস পাওয়া আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে চার্জশিট দাখিল করা হয়েছিল। সেই চার আসামি হলো- মো. মুসা ওরফে মুসা বন্ড, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর, কামরুল ইসলাম সায়মুন। তবে রায়ের আলোচনায় বিচারক বলেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।