বন্যায় প্লাবিত পুঠিয়ার ১০ গ্রাম, ভেঙে পড়ছে বাড়ি ঘর
রাজশাহীর পুঠিয়ার বারনই নদীর পানিতে শিলমাড়িয়া ইউনিয়নের অধিকাংশ গ্রাম এখন বন্যা কবলিত। এতে ওই এলাকার অধিকাংশ বাড়িঘর ভেঙে পড়েছে। তলিয়ে গেছে আমন ধান, পানের বরজসহ বিভিন্ন ফসল ক্ষেত ও পুকুর। এলাকার নিম্ন আয়ের সাধারণ পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছেন।
শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, হঠাৎ করে গত কয়েক দিন বন্যার কারণে এই এলাকা প্লাবিত হয়েছে। তার উপর এক শ্রেণির লোকজন বারনই নদীতে জাল ব্যবহার করে মাছ শিকার করছেন। এর ফলে পানি ফুলে গিয়ে গত তিন-চার দিনে এই ইউনিয়ন এলাকার গবিন্দপাড়া, মঙ্গলপাড়া, সাতঘোষপাড়া, বাজে সাতঘোষপাড়া, সাধনপুর, বিদিরপুর, শ্রীরামপুরসহ অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.