ইলিশ প্রজনন মৌসুমে জেলেদের জন্য ভিজিএফের চাল বরাদ্দ

ঢাকা টাইমস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রকাশিত: ০২ অক্টোবর ২০২০, ১৫:১১

মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চলতি ২০২০-২১ অর্থবছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধের সময় জেলেদের জন্য ১০ হাজার ৫৬৬.৮৪ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে। এবার ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২০ পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে।

ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে ২২ দিন সারাদেশের নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। গত ১৭ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছিল।

ইলিশ ধরা বন্ধের সময় জেলেদের যেন সমস্যায় পড়তে না হয় সেজন্য সরকারের মানবিক খাদ্য সহায়তার অংশ হিসেবে তাদের মধ্যে ১০ হাজার ৫৬৬ দশমিক ৮৪ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও