![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fd63f358b-1166-4f7f-b20d-091cb0afbbde%252Fe1e54ed5-c139-4220-95f5-e0a4c5a4e693.jpg%3Frect%3D0%252C482%252C6720%252C3528%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সৌদিপ্রবাসীরা আজও টিকিটের অপেক্ষায়
রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইনসে ও মতিঝিলে বিমানের কার্যালয়ের সামনে আজ শুক্রবারও সৌদিপ্রবাসী টিকিট প্রত্যাশীদের ভিড় জমেছে। ভোগান্তি ছাড়াই টিকিট পাচ্ছেন বলে জানিয়েছেন কয়েকজন সৌদি প্রবাসী।
সকাল ১০ টা থেকে বিমানসংস্থার কাউন্টার থেকে টিকিট দেওয়া শুরু হয়। ৫ থেকে ৮ এপ্রিল পর্যন্ত যাদের ফিরতি টিকিট ছিল তাদের টিকিট রিইস্যু করা হয়। তবে চারদিনের টিকিট রিইস্যু করায় লাইনে প্রচুর ভিড় দেখা যায়।