![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/10/online/facebook-thumbnails/k-samakal-5f76bcdd74e0a.jpg)
লাইভে থাকা চীনা ভিডিও নির্মাতাকে পুড়িয়ে হত্যা, দেশজুড়ে ক্ষোভ
চীনে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে থাকা অবস্থায় সাবেক স্বামীর দেওয়া আগুনে পুড়ে এক ভিডিও নির্মাতার মৃত্যু হয়েছে। সিচুয়ান প্রদেশের এ ঘটনায় নিহত লামুর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিল বলে বিবিসির প্রতিবেদেন বলা হয়েছে।
টিকটকের চীনা ভার্সন ডুইন ভিডিও বানাতেন ৩০ বছর বয়সী এই নারী। দগ্ধ হওয়ার পর দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি মারা যান।