![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fchal-20201002105803.jpg)
লাকড়ি ব্যবসায়ীর দোকানে মিলল ৭০ বস্তা সরকারি চাল
অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৩০ কেজি ওজনের ৭০ বস্তা চাল উদ্ধার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। এ সময় তুলা মিয়া নামে এক লাকড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে পুলিশ মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের পিটিসি বাজারের লাকড়ি ব্যবসায়ী তুলা মিয়ার দোকানে অভিযান চালিয়ে ৭০ বস্তা চাল উদ্ধার করে। এ সময় তুলা মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে