বাংলাদেশে কর্মী কমাচ্ছে হুয়াওয়ে
কালের কণ্ঠ
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২০, ০৮:৫৭
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের নিষেধাজ্ঞার কবলে পড়ে হ্যান্ডসেট ব্যবসা কমে গেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের। তাই বাংলাদেশে ডিভাইস ব্যবসা বিভাগ সংকুচিত করার অংশ হিসেবে লোকবল স্থানান্তর ও কর্মী ছাঁটাই করছে প্রতিষ্ঠানটি।
সূত্র জানায়, গত বছর নভেম্বর থেকেই ওই বিভাগে লোকবল কমানোর প্রক্রিয়া শুরু হয়। ছাঁটাই হওয়া এই কর্মীরা বাংলাদেশে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইস ব্যবসা পর্যবেক্ষণে সরাসরি জড়িত ছিলেন। বুধবার ওই বিভাগের আটজন কর্মীর মধ্যে সাতজন শেষ অফিস করেন। একজন এখন থেকে ডিভাইস ব্যবসা পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন।