![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/10/01/a0576daa02a5f25f4eea040f2f0b2e53-5f760239ee91e.jpg?jadewits_media_id=691419)
ফাঁদ পেতে ৯ জনকে খুনের স্বীকার করলো ‘টুইটার কিলার’
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ২২:২১
সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁদ পেতে ৯ ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করেছে জাপানের ‘টুইটার কিলার’ তাকাহিরো শিরাইশি। আদালতে তার আইনজীবী দাবি করেছেন, কাউকে বিনা অনুমতিতে খুন করেনি সে।
মৃত্যুর আগে তার শিকার ব্যক্তিরা তাকে খুনের অনুমতি দিয়েছেন। বুধবার তাকাহিরো স্বীকার করেছে, টুইটারে যোগাযোগ করে ৯ জনকে হত্যার কথা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সিরিয়াল কিলার
- টুইটার