আমার উপর কাদা ছোড়া বন্ধ হোক, দীপিকাকে কটাক্ষ অনুষ্কার
তাঁরা বলিউডের প্রথম সারির নায়িকা। দু’জনেরই প্রথম নায়ক কিং খান। দু’জনেরই কেরিয়ারের প্রথম ছবি সুপারহিট। তার পর সাফল্যের মিছিল। প্রথম জন বলিউডে পা রাখেন ২০০৭ সালে। অন্যজন ঠিক তার এক বছর পর। দীপিকা পাড়ুকোন এবং অনুষ্কা শর্মা। দুই নায়িকার মধ্যে আরও একটি যোগসূত্র আছে। তিনি রণবীর সিংহ। এখন একজন তাঁর প্রাক্তন। অন্যজন ঘরণী।
অনুষ্কার সঙ্গে বিচ্ছেদের পর পর দীপিকার সঙ্গে আলাপচারিতা শুরু নায়কের। আর সেখান থেকেই শুরু তাঁদের ভালবাসা। তাই শুরুতে দুই নায়িকার মধ্যে সম্পর্কটা মোটেই সহজ ছিল না। পরবর্তী কালে তা ঠান্ডা লড়াইতে পরিণত হয়। শোনা যায়, এই দ্বৈরথ এতটাই চরম পর্যায় পৌঁছয় যে বিজ্ঞাপন নিয়ে টানাটানি পড়ে যায় দু’জনের। অনুষ্কা নাকি নিজের পারিশ্রমিকও কমিয়ে দিয়েছিলেন দীপিকার থেকে একটি ব্র্যান্ডের বিজ্ঞাপন ‘ছিনিয়ে’ নেওয়ার জন্য। যদিও কড়া ভাষায় এই ‘গুজব’কে নস্যাৎ করেন অভিনেত্রী। তিনি বলেন, “আমার এবং দীপিকা্র মধ্যে কোনও তুলনাই হয় না। আমাদের মধ্যে কোনও যোগাযোগ নেই। কোনও কিছুই আমাদের এক সূত্রে বাঁধে না।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.