![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-78431659,imgsize-194208/pic.jpg)
বৃহস্পতিবার সোনা-রুপোর দাম কমল, এক ক্লিকেই সব আপডেট...
সোনার দামের ক্ষেত্রে অস্থিরতা অব্যাহত। গত মঙ্গলবার কলকাতার পাইকারি বাজারে এই মূল্যবান ধাতুর দাম এক ধাক্কায় ৮০০ টাকার বেশি বৃদ্ধি পেয়েছিল। যার ফলে ১০ গ্রাম হলমার্ক গয়নার সোনার দাম ফের ৪৯ হাজারের ঘরে পৌঁছে যায়। এর পরে গত দু'দিনে সোনালি ধাতুর দরে পতন দেখা দিয়েছে। বৃহস্পতিবার প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে প্রায় ১০০ টাকা। একই ঘটনা রুপোর ক্ষেত্রেও এদিন ঘটেছে। প্রতি কিলো রুপোরা দাম কমেছে ৪০০ টাকা।
কলকাতা ও তার পার্শবর্তী এলাকার প্রতিদিনের সোনা-রুপোর বাজার দর কী হবে তা মূলত স্থির করে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মারচেন্টস্ অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (WBBMJA)। শহর ও শহরতলির অধিকাংশ গয়নার দোকান তাদের দেওয়া দরের উপরে ভিত্তি করে মূল্য স্থির করে। এই সংগঠনের দেওয়া তথ্য অনুসারে, গতকাল বাজার বন্ধ হওয়ার সময় প্রতি ১০ গ্রাম খাঁটি সোনার (২৪ ক্যারট) দাম ছিল ৫১ হাজার ১০০ টাকা। এদিন তা কমে হয়েছে ৫১,০০০ টাকা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আপডেট
- সোনার দাম
- রুপার দাম