ভারতে বিদেশি বন্দিদের সংখ্যায় শীর্ষে বাংলাদেশ
ভারতে বিদেশি বন্দিদের সংখ্যায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। ২ হাজার ৫১৩ জন বাংলাদেশি ভারতের জেলে বন্দি রয়েছেন। যার মধ্যে সাজাপ্রাপ্ত এক হাজার ৪৭০ জন এবং এখনও সাজা হয়নি এমন রয়েছেন এক হাজার ৪৩ জন। বন্দিদের বড় অংশই রয়েছে পশ্চিমবঙ্গের জেলগুলোতে।
দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-এনসিআরবির প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। এনসিআরবির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে ভারতের জেলে বিদেশি বন্দি ছিলেন ৫ হাজার ১৬৮ জন। ২০১৯ সালে তা বেড়ে হয় ৫ হাজার ৬০৮ জনের। দেশটির এক হাজার ৩৫০টি জেলে বিদেশি বন্দিদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৭৬ এবং নারী ৮৩২ জন রয়েছেন। এর মধ্যে ২ হাজার ১৭১ জন সাজাপ্রাপ্ত এবং ২ হাজার ৯৭৯ জন বিচারাধীন। সেই সঙ্গে ৪০ জন আটক বন্দিও রয়েছেন। সাজাপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৪৭০ জন বাংলাদেশের নাগরিক। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। তৃতীয় স্থানে থাকা মিয়ানমারের ১৫৫ জন বন্দির দিন কাটছে ভারতের জেলে।