বাংলাদেশে শীর্ষ বিনিয়োগকারী চীনের সার্বিক অর্থনৈতিক উত্তরণ নির্ভর করছে ভোক্তাব্যয়ের ওপর
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ২০:০১
২০১৭ সালের তুলনায় ২০১৯ সালের মে নাগাদ সরাসরি বিদেশি পুঁজি প্রবাহ ৬৭.৯৪ শতাংশ বেড়েছিল। ওই সময় আসা মোট ৩৬১ কোটি ডলারের মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে এশিয়ার শীর্ষ অর্থনীতি চীন থেকে।
আর গত জুনে সমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে প্রায় ১১৬ কোটি ডলার বিনিয়োগ করেছে চীন।
বাণিজ্যিক সম্পর্কে বাংলাদেশকে সুবিধা দিতেও দেশটি পদক্ষেপ নেয়। গত ১ জুলাই চীনে রপ্তানিযোগ্য বাংলাদেশি পণ্যের সংখ্যা আগের ৬০% থেকে ৯৭% উন্নীত করে চীন। স্বল্পোন্নত (এলডিসি) বা এলডিসি দেশ বিবেচনায় দেওয়া এ সুবিধার আওতায় এখন ১ জুলাই থেকে চীনে শুল্কমুক্তভাবে রপ্তানি করার অনুমতি পেয়েছে; মোট ৮ হাজার ২৫৬টি পণ্য। এত দিন এই সুযোগ ছিল ৫ হাজার ১৬১টি পণ্যের ক্ষেত্রে।