কচু চাষে ভাগ্য খুলল ১৬০০ চাষির
ধানের জন্য খাদ্যভাণ্ডার হিসেবে খ্যাত দিনাজপুরের বিরামপুর উপজেলা। তবে শষ্য আবাদেও পিছিয়ে নেই এই এলাকার চাষিরা। ধানের পর এবার কচু চাষে বেশ সাফল্য অর্জন করেছেন স্থানীয়রা। বেশি লাভ হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এই এলাকার কচু। কৃষি বিভাগের দাবি, আবহাওয়া অনুকুলে থাকায় এবং এলাকার মাটি কচু চাষের উপযোগী হওয়ায় ভালো ফলন হয়েছে।
স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার উপজেলায় বিভিন্ন প্রজাতির ১৬০ হেক্টর জমিতে কচু আবাদ হয়েছে। উপজেলায় প্রায় ১৬০০ কৃষক কচু চাষ করেছেন। তবে বেশি চাষ হয়েছে খরিপ-১। এতে উপজেলায় প্রতি হেক্টরে ২৫ মণ কচু আবাদ হয়েছে। এক মৌসুমে উপজেলা প্রায় ৪ হাজার মণ কচু উৎপাদন হয়েছে।