![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fc3d6a7ea-ff99-4090-b0e6-2ce21378272a%252Fonline_oporadh.jpg%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
নগদের টাকা নিয়ে উধাও সেলস অফিসার
গাজীপুরে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং ‘নগদ’-এর ১৩ লাখ ৭১ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এক বিক্রয় কর্মকর্তা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার গাজীপুরের বাসন থানায় মামলা করা হয়েছে।
ব্রাদার্স স্টিল ট্রেডার্সের মালিক মহি উদ্দিন জানান, তিনি মহানগরীর চান্দনা চৌরাস্তায় বাগদাদ তানজিয়া টাওয়ারে অবস্থিত বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং নগদের সদর এলাকার অথরাইজড ডিস্ট্রিবিউটর। তাঁর প্রতিষ্ঠানে নাঈম ইসলাম (২২) নামের এক যুবক বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।