ক্রাইম পেট্রোল দেখে খুনের কৌশল শিখে ফারুক

বাংলাদেশ প্রতিদিন চান্দগাঁও থানা প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ১৭:০৯

নগরের চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় চাঞ্চল্যকর মা ও ছেলে খুনের ঘটনায় অভিযুক্ত ফারুক জানিয়েছে, টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে হত্যাকাণ্ডের কৌশল শিখেছে। সে কৌশলে মা গুলনাহার বেগম ও ছেলে রিফাতকে খুন করা হয়। তাছাড়া রাগের মাথায় খুন করা হয় মাকে এবং খুনের ঘটনা দেখে ফেলায় খুন করা হয় ছেলেকেও।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের হাতে আটকের পর আজ বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক স্বীকারোক্তিতে এসব তথ্য দিয়েছে ফারুক। র‌্যাব-৭ চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল।

এর আগে আজ ভোরে নগরের আকবরশাহ থানাধীন পাক্কার মাথা এলাকা থেকে ফারুককে আটক করে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কাজী মোহাম্মদ তারেক আজিজের নেতৃত্বে একটি টিম। এ সময় ফারুকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও