![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fdc8470b2-43aa-46bc-a655-880812e7baf8%252FEmon_Shaha_at_Full_Sail_University_Florida_USA_.jpg%3Frect%3D0%252C0%252C960%252C504%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সর্বোচ্চ নম্বর ইমন সাহার
প্রথম আলো
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ১৬:০০
যুক্তরাষ্ট্রে সংগীতে চার বছর মেয়াদি স্নাতক সম্পন্ন করেছেন সংগীত পরিচালক ইমন সাহা। সেখানে চূড়ান্ত প্রকল্পে তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন, ভূষিত হয়েছেন অ্যাডভান্সড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে। গতকাল বুধবার দুপুরে যুক্তরাষ্ট্র থেকে ইমন সাহা এই অর্জনের খবর জানান। চার বছরের পরিশ্রম শেষে এই অর্জনে ভীষণ আনন্দিত সাতবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীত পরিচালক।