You have reached your daily news limit

Please log in to continue


মালয়েশিয়ার উতপাদনকারীর পামতেল নেবে না যুক্তরাষ্ট্র

মালয়েশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পাম তেল উৎপাদনকারীর কাছ থেকে আমদানি স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের শুল্ক এবং সীমান্ত সুরক্ষা বিভাগ (সিবিপি)। বাধ্যতামূলক শ্রম নিয়ে উদ্বেগ দেখিয়ে এ নিষেধাজ্ঞা জারি হয়েছে। এফজিভি হোল্ডিংসের কাছ থেকে আমদানি স্থগিতের কারণ হিসেবে সিপিবি শ্রমিকদের ওপর শারীরিক ও যৌন নির্যাতন, ঋণের বোঝা ও আপত্তিজনক নানা ধরনের শর্তের কথা তুলে ধরে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অন্যদিকে এক বিবৃতিতে এফজিভি জানায়, শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য ‘দৃঢ় পদক্ষেপ’ নিয়েছিল তারা। সিবিপি বলছে, বছরব্যাপী তদন্তে দেখা গেছে সেখানে শ্রমিকদের চলাচলে সীমাবদ্ধতা, বিচ্ছিন্নতা, শারীরিক ও যৌন সহিংসতা, ভয় ও হুমকি প্রদর্শন চলে। এ ছাড়া পরিচয়পত্রের দলিল ধরে রাখা, মজুরি আটকে রাখা, ঋণের বোঝা, আপত্তিজনকভাবে কাজ করা এবং জীবনযাপনের নিম্নমান ও অতিরিক্ত সময় কাজ করানোর মতো ঘটনা ঘটছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন