![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fc2cf5d44-ac53-4e63-a1da-90bd99b0ffc9%252FPolio.png%3Frect%3D0%252C29%252C371%252C195%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ফরিদপুর সদরে গাফিলতিতে নষ্ট ৭ হাজার ভ্যাকসিন
রক্ষণাবেক্ষণে অবহেলা ও তদারকির গাফিলতির কারণে ফরিদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তার কার্যালয়ের স্টোরের প্রায় সাত হাজার পোলিও ভ্যাকসিন নষ্ট হয়ে গেছে।
এ ব্যাপারে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ও তদারকিতে জড়িত তিন স্বাস্থ্যকর্মীকে কারণ দর্শাতে বলা হয়েছে।