You have reached your daily news limit

Please log in to continue


‘সঠিক ময়নাতদন্ত’ চেয়ে ঢামেকে এক বাদীর আবেদন

‘সঠিক ময়নাতদন্ত’ চেয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে দরখাস্ত দিয়েছেন হত্যা মামলার বাদী। প্রতিবেদনের অপেক্ষায় আট মাস পেরোনোর পর বাদী এই আবেদন জানালেন। এই সময়ে মধ্যে একে একে ছাড়া পেয়ে গেছেন আট আসামির সাতজনই। হত্যার শিকার নারীর নাম উম্মে কুলসুম। বাদী তাঁর বড় বোনের স্বামী সারওয়ার মো. কাওছার। কুলসুমের মৃত্যুর পর গত ২৬ জানুয়ারি তিনিই বাড্ডা থানায় হত্যা মামলা করেছিলেন। এই মামলার এক নম্বর আসামি এমদাদ হোসেন ইমন একটি উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থার উপব্যবস্থাপক, বাকি আসামিরা তাঁর মা, ভাই ও বোনের স্বামী। হত্যাকাণ্ডের পরপরই সবাইকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এখন কারাগারে এমদাদ ছাড়া আর কেউ নেই। মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন