![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/10/01/og/083317_bangladesh_pratidin_Untitled-1.jpg)
এইডসকে হারানো বিশ্বের প্রথম রোগী মারা গেছেন
প্রাণঘাতী এইচআইভিতে আক্রান্ত হওয়ার পর বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে ভাইরাসটি থেকে সুস্থ হয়ে ওঠা মার্কিন নাগরিক টিমোথি রে ব্রাউন মারা গেছেন।
এইচআইভির সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরলেও আরেক ঘাতক ক্যান্সারের কাছে হার মেনেছেন তিনি। খবর বিবিসির।