 
                    
                    সৌদিতে প্রথম ‘কুকুর বান্ধব কফিশপ’
আবারও বিশ্বকে অবাক করে দিল সৌদি আরব। নারীদের গাড়ি চালানো, সিনেমা হল চালুসহ একাধিক সামাজিক পরিবর্তনের পরে এবার দেশটিতে প্রথম কুকুর বান্ধব ক্যাফে খোলা হয়েছে।  
দেশটির উপকূলীয় শহর খোবারে গত জুনে এই কাফে খোলা হয়, যার নাম দ্য বার্কিং লট।  এই ক্যাফের মালিক একজন কুয়েতি। তার নাম দালাল আহমেদ। 
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                