সলমন খানের ‘রাধে’-র শুটিং শুরু হতে চলেছে। ২ অক্টোবর থেকেই কারজাতের এনডি স্টুডিয়োয় শুরু হবে ছবির শুটিং। সরকারি গাইডলাইন মেনেই ছবির শুটিং শুরু করার পরিকল্পনা করা হয়েছে। প্রথম রাউন্ড কোভিড টেস্ট হয়ে গিয়েছে ইউনিটের একাংশের। সেখানে কারও রিপোর্ট পজ়িটিভ আসেনি। দ্বিতীয় দফায় ছবির অভিনেতা থেকে ক্রু মেম্বার, সকলের কোভিড টেস্ট করানো হবে। সেটে সব সময়ে একজন চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স রাখা থাকবে। সেটের সকলের চেকআপ হবে। পিপিই কিট ও মাস্ক ডিসপোজ় করার জন্য একটি প্রশিক্ষণপ্রাপ্ত টিমও থাকবে সেটে। যাতায়াতের ঝক্কি এড়াতে সেটের কাছেই একটি হোটেল বুক করা হয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে, শুটিং চলাকালীন ইউনিটের বাইরে কারও সঙ্গে দেখা করাও যাবে না। সেটে কী-কী নিয়ম মেনে চলতে হবে, সে বিষয়ে একটি ভিডিয়ো বানিয়ে ইউনিটের সকলকে পাঠানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.