কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফেনীতে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১

মানবজমিন প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ০০:০০

ফেনীর ছাগলনাইয়ায় শর্টগান, কার্তুজ ও ফেনসিডিলসহ মাসুদ রানা (২৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার চম্পকনগর বর্ডার হাট (সীমান্ত বাজার) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ছাগলনাইয়া উপজেলার মধগ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।বিজিবি ফেনীস্থ-৪ ব্যটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. সেলিমুদ্দোজা জানান, ঢাকা থেকে আসা দু’জন ব্যক্তির সঙ্গে অস্ত্র ও মাদক কেনাবেচা করছে মাসুদ রানা-এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ-ভারতীয় সীমান্ত পিলার-২১৯৫/৬ এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার তাকিয়া রোডস্থ বর্ডার হাট এলাকায় অভিযান চালায় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে চারজন পালিয়ে গেলেও ধাওয়া করে মাসুদ রানাকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে একটি শর্টগান, এক রাউন্ড কার্তুজ ও ১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। মেজর মো. সেলিমুদ্দোজা আরো জানান, আটক মাসুদ রানা একজন মাদক সেবনকারী ও বিক্রয়কারী। সে দীর্ঘদিন ধরে ভারতীয় অবৈধ মালামাল চোরেই পথে এনে বিক্রয় করছে। পাশাপাশি তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃত রানা ও পলাতক অপরাপরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছে বিজিবি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে