You have reached your daily news limit

Please log in to continue


বেলারুশের প্রেসিডেন্টের ওপর যুক্তরাজ্য-কানাডার নিষেধাজ্ঞা

বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য ও কানাডা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে দেশ দুইটি। মঙ্গলবার লুকাশেঙ্কো ছাড়াও তার ছেলে এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য ও কানাডা। এছাড়া তাদের সম্পদও জব্দ করেছে দেশগুলো। যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডমিনিক রাব বলেন, এই নিষেধাজ্ঞা লুকাশেঙ্কোর হিংসাত্মক এবং প্রতারণামূলক সরকারের জন্য একটি স্পষ্ট বার্তা। এর মাধ্যমে এই বার্তা দেয়া হয়েছে যে, আমরা বেলারুশের এই অনড় নির্বাচনের ফলাফল মানিনা। তিনি বলেন, আমরা বেলারুশের জনগণের বিরুদ্ধে থাকা জালিয়াতিকারী ও ছিনতাইকারীদের সমর্থন করবো না। আমরা গণতন্ত্র ও মানবাধিকারের মূল্যবোধের পক্ষে দাঁড়াবো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন