কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আনলক-৫ গাইডলাইন: ১৫ অক্টোবরের পর স্কুল খুলতে কেন্দ্রের সম্মতি

এইসময় (ভারত) কলকাতা প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ২২:০৭

আনলক-৫ পর্যায়ে দেশে স্কুল-কলেজ খোলার ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকছে না। বুধবার জারি করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আনলক-৫ গাইডলাইনে বলা হয়েছে, ১৫ অক্টোবরের পর থেকে ধীরে ধীরে স্কুল, কোচিং সেন্টার খোলা যাবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরই ছাড়া হয়েছে। সংশ্লিষ্ট স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এই নির্দেশিকায় বলা হয়েছে, অনলাইনেও ক্লাস চলতে পারে। যেসব পড়ুয়ারা স্কুলে যাওয়ার বদলে অনলাইন ক্লাস করতে ইচ্ছাপ্রকাশ করবে, তাদের অনুমতি দেওয়া হবে। অভিভাবকের অনুমতি নিয়ে পড়ুয়ারা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে। স্কুলে হাজিরার ক্ষেত্রে কড়াকড়ি করা যাবে না বলেও নির্দেশাকায় স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও