দক্ষিণাঞ্চলের বরগুনায় একটি হত্যাকারী কিশোর গ্যাংয়ের বিচারে সকল মহলে নতুন আশা
বরগুনার বহুল আলোচিত রিফাত হত্যার বিচারের মধ্যে দিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) দক্ষিণাঞ্চলে প্রথম কোন কিশোর গ্যাং-এর বিচার প্রক্রিয়ার অন্তত প্রথম ধাপ সম্পন্ন হল। বরগুনার জেলা ও দায়রা জজ মোঃ আছাদুজ্জমান বুধবার দুপুরে রিফাত হত্যা মামরার রায়ে স্ত্রী মিন্নি সহ ৬ আসামীকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ফাঁসি সহ ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে নিহত রিফাতের স্ত্রী মিন্নিকে স্বাক্ষী থেকে অভিযুক্ত করায় তদন্তকারী কর্মকর্তাদের সিদ্ধান্ত নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হলেও তার চূড়ান্ত নিস্পত্তি হবে দেশের সর্বোচ্চ আদালতে এবং তা একটি মাইল ফলক সিদ্ধান্ত বলে গণ্য হবে। কিন্তু এ রায়ের মাধ্যমে সারা দেশের মত দক্ষিণাঞ্চলেও অপ্রতিরোধ্য কিশোর গ্যাংদের প্রথমবারের মত বিচারের আওতায় আনায় তাদের কর্মকান্ডে তাদের কার্যক্রমে কিছটিা ভাটা পরবে বলে মনে করছেন অভিভাবক মহল। তবে আইন-শৃংখলা বাহিনী যদি দেশব্যাপী কিশোর গ্যাংগুলোর ব্যপারে কঠোর মনোভাব পোষণ না করে তবে, তবে ভবিষ্যতে তাদের লাগাম ধরে রাখা সম্ভব হবেনা।