আনসার আল ইসলাম’র এক সদস্য গ্রেফতার
ঢাকা জেলার আশুলিয়া মধ্যগাজী চট এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম-এর এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ উগ্রবাদী কাগজপত্র জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম মো. মাহবুবুর রহমান (৩৯)।
বুধবার বিকেলে র্যাব-১১-এর সিনিয়র এএসপি সুুুুমিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, জঙ্গি সংগঠনের এই সদস্য সন্ত্রাসবিরোধী আইনে তদন্তাধীন মামলার আসামি। গ্রেফতার আসামির বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কাশিনাথপুর গ্রামে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আনসার আল ইসলাম
- জঙ্গি আটক