ছন্দময় পশ্চিমা ধাঁচের কণ্ঠে সত্তর থেকে নব্বইয়ের দশক মাতিয়ে রেখেছিলেন গায়ক শেখ ইসতিয়াক। ৩০ সেপ্টেম্বর তার দেহত্যাগের দিন স্মরণ করে লিখেছেন আরাফাত শান্ত।
শেখ ইসতিয়াক ৩০ সেপ্টেম্বর ১৯৯৯ সালে মারা না গেলে তার গান হয়তো আমার শোনাই হত না সে সময়।
আমাদের খুলনায় তখন ছিল ববি দেওলের হিন্দি সিনেমার গানের আমল, ‘সোলজার সোলজার মিঠি বাতে বলকার’ ঠিকভাবে বলতে না পেরে আমরা বলতাম, ‘সোলজার সোলজার মিঠি পথে বোলজার’।
তখন জেমস আইয়ুব বাচ্চু, মাইলস, সোলস এসব শুনেই কাটতো দিন।
এমন সময় শেখ ইসতিয়াক অকালে মারা গেলেন, বিটিভিতে তখন কয়েকদিন তার আগের গানগুলো দেখাতো। ‘নন্দিতা তোমার কথা ভুলিনি এখনও’ আর ‘নীলাঞ্জনা ঐ নীল নীল চোখে চেয়েই দেখো না’ শুনেছিলাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.