সাড়ে তিন বছরে শেষ হলো জয়ার ছবির শুটিং!
২০১৭ সালের জানুয়ারিতে শুরু হয়েছিলো ‘বিউটি সার্কাস’ সিনেমার শুটিং। প্রায় চার বছর হতে চললেও নানা কারণে শুটিং শেষ হচ্ছিল না জয়া আহসান অভিনীত এ ছবিটির। অবশেষে ছবিটির শুটিং শেষ করা গেছে বলে জানালেন বিউটি সার্কাসের পরিচালখ মাহমুদ দিদার।
সম্প্রতি ডিপজলের সাভারের বাড়িতে আয়োজন করে ছবিটির শুটিং শেষ করা হয়। শেষ দিনের শুটিংয়ের অংশ নেন জয়া আহসান। এতো সময় নিয়ে শুটিং শেষ করা ছবিটি নিয়ে পরিচালক বলেন ‘সিনেমার আগের সব কাজ অনেক আগেই শেষ। জয়া আপার দুদিনের শুটিং বাকি ছিলো, তার জন্য অপেক্ষা করছিলাম। আর সেটা সাভারে ডিপজল (অভিনেতা) ভাইয়ের বাসায় শেষ করলাম। এখন সম্পাদনার জন্য এই দুদিনের ফুটেজ পাঠাব। তাহলে ছবিটির কাজ একেবারে শেষ হবে।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস আগে
১ বছর আগে