![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/30/1a65db5d6a38674c3c2cd0d8787356a8-5f7465fa2f5ab.jpg?jadewits_media_id=691150)
প্রাথমিকের মতো ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি
প্রাথমিক বিদ্যালয়ের মতো সকল ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি। ১৫ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে ১৫ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু করবেন বলে হুঁশিয়ারি দেন তারা। বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে কোড বিহীন মাদ্রাসাগুলোকে মাদ্রাসা বোর্ডে কোড নাম্বারে অন্তর্ভুক্ত করা; মাদ্রাসা নীতিমালা ২০১৮ সংশোধন করে একজন আলিম শিক্ষকের পরিবর্তে এইচএসসি পাস একজন শিক্ষক অন্তর্ভুক্ত করা; অফিস সহায়ক নিয়োগ প্রদান; মাদ্রাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিং এর ব্যবস্থা করা; মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ করা এবং মাদ্রাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা।