রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন আয়শার বাবা

প্রথম আলো বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৫

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা ওরফে মিন্নিকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর বাবা মোজাম্মেল হোসেন। তিনি দাবি করেন, তাদের প্রতি অবিচার করা হয়েছে।
রায়ের পর আয়শার বাবা বলেন, ‘আমরা বিক্ষুব্ধ। এই রায় আমাদের মনঃপূত হয়নি। রায় আমরা অসন্তুষ্ট। আমাদের প্রতি অবিচার করা হয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব।’

এই মামলায় আজ আয়শাসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও