![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fbc55f011-ccf5-4e9c-8ab6-820d559dde5c%252F9400_4.png%3Frect%3D0%252C0%252C297%252C156%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ফরসা হতে ক্ষতিকর ওষুধ ব্যবহার করছে মানুষ
বিশ্বের কোটি কোটি মানুষ তাদের ত্বক ফরসা করতে ক্ষতিকর ওষুধ ব্যবহার করছে। জার্মানির ‘ডের স্পিগেল’ পত্রিকা এ-সংক্রান্ত একটি খবর জানিয়েছে।
পত্রিকাটির খবর বলছে, মানুষের মধ্যে ফরসা হওয়ার এই প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে। এই প্রবণতা সবচেয়ে বেশি আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোতে। মানুষের মাথার ছবি যাবে।