হৃৎপিণ্ডের সুস্থতায় নির্ভরশীল শরীরের সুস্থতা
প্রথম আলো
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৩
অনেকাংশে নির্ভর করে হার্ট বা হৃৎপিণ্ডের সুস্থতার ওপর। অথচ এ ব্যাপারে উদাসীনতা সবচেয়ে বেশি। ফলে বিশ্বব্যাপী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়েই চলেছে। প্রতিবছর বিশ্বে অন্তত পৌনে দুই কোটি মানুষ এ রোগে প্রাণ হারাচ্ছে।
আশঙ্কা করা হচ্ছে, ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা ২ কোটি ৩০ লাখে ছাড়িয়ে যেতে পারে। হৃদরোগ থেকে বাঁচতে প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়। তাই এ বছরে বিশ্ব হার্ট দিবসের স্লোগান ‘ইউজ হার্ট টু বিট কার্ডিওভাসকুলার ডিজিজ’, অর্থাৎ হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধ।