![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-78402527,imgsize-124651/pic.jpg)
আজকালকার বলি তারকাদের চেহারা দেখে কি মনে হয় তাঁরা মাদকাসক্ত! কটাক্ষ জাভেদ আখতারের...
বলিউডে মাদক যোগের প্রসঙ্গ প্রথম সামনে আসে এক বছর আগে, যখন করণ জোহর তাঁর হাউস পার্টির একটি ভিডিয়ো শেয়ার করেন। বর্তমান পরিস্থিতিতে সেই ভিডিয়ো ফের ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই প্রসঙ্গেই মিডিয়াকে কটাক্ষে বেঁধেন প্রখ্যাত জাভেদ আখতার। তাঁর ট্যুইটার অ্যাকাউন্টেই পোস্ট করেন বক্তব্য। তাঁর মতে বিতর্কিত কৃষি বিলের মতো বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে সব মিডিয়া এখন ব্যস্ত হয়ে পড়েছে এক বছর আগে করণ জোহরের অন্দরমহলে পার্টিতে ঠিক কী হয়েছিল তা জানতে।